প্রথমে গরুটির পেছনের পায়ের পেছন থেকে (মূল বডি বরাবর। পা বরাবর নয়) সামনের পায়ের সামনে পর্যন্ত( গলা বাদে) মাপ নিন ইঞ্চিতে। এই দৈর্ঘ হচ্ছে L , এবার সামনের পায়ের কাছে কিন্তু পেছনের দিক থেকে মানে গলার দিক থেকে নয় বডির পরিধি মেপে বের করুন। এটি G
তাহলে গরুটির মোটামুটি ওজন হবে ( l × G × G)÷ 660 বা (L × G২ ) ÷ 660
ধরি l=50 inch
G=40 inch
তাহলে ওজন = ৫০ × ৪০২ ) ÷ ৬৬০=১২১ কেজি এর মত।
যদি এর থেকে সলিড গোস বের করতে চান অর্থাত একটি গরুর চামড়া, পা, গলা, মাথা, ভুড়ি, কলিজা ইত্যাদি বাদ দিলে সলিড গোসের পরিমান ৫৫-৫৮% কাজেই
১২১ × ৫৫/১০০ = ৬৬. ৫৫ কেজির মত প্রায়।
মনে রাখবেন কেনা বেচার ক্ষেত্রে এটি আনুমানিক সাধারন হিসাব। নিখুত বাস্তব হিসাব নয়।