হ্যা দ্বিতীয়টি লেখা যাবেনা। কারন অংকটি করতে বলা হয়েছে। এর মানে অংকটি যৌক্তিক বিশ্লেষন দ্বারাই ফল বের করতে হবে। প্রথম ক্ষেত্রে ২ এর স্কয়ার মান বের করে তা থেকে ২ বিয়োগ করে যুক্তি দেখিয়ে ফল বের করা হয়েছে। এটি সঠিক। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা আমাদের ব্রেন বা মানসিক হিসাব থেকেই ফলটা সরাসরি বসিয়ে দিয়েছি যার যুক্তি কেবল আমাদের ব্রেনেই রয়ে গেছে, প্রকাশ পাইনি। তাই এটি গ্রহন যোগ্য নয়। এরকম হিসাব গ্রহনযোগ্য সেই ক্ষেত্রে যেখানে অংকের মুল স্টেজ বড় ও ভিন্ন। সেখানে মাঝের দিকে এমন সংক্ষিপ্ত হিসাব গ্রহন করা হয়। তবে এই ক্ষেত্রে যেহেতু মূল অংকটাই এক দু লাইনে এবং ভিন্ন সূত্রের স্টেজ নাই তাই এক্ষেত্রে গ্রহন করা হয়না।